নওগাঁয় বজ্রপাতে তিন জনের প্রাণহানি

নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে দুই কৃষক ও এক কিশোরী মারা গেছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2021, 01:07 PM
Updated : 19 July 2021, 01:07 PM

সোমবার দুপুরে উপজেলার তিন গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

নিহতরা হলেন ধামইরহাট উপজেলার উমর দক্ষিণপাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে আব্দুর রশীদ (৬০), আলতাদিঘী গ্রামের খায়রুল ইসলামের ছেলে রাসেল মাহমুদ (৩২) ও জগদল গ্রামের হেলাল হোসেনের মেয়ে বৃষ্টি খাতুন (১৪)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে এলাকায় প্রবল বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে উমর দক্ষিণপাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে আব্দুর রশীদ বাড়ির পাশে মাঠে কৃষিকাজ করছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান।

একই সময়ে ধামইরহাট ইউনিয়নের আলতাদিঘী গ্রামের খায়রুল ইসলামের ছেলে রাসেল মাহমুদ তার জমিতে কৃষিকাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান। 

জগদল গ্রামের হেলাল হোসেনের মেয়ে বৃষ্টি খাতুন (১৫) বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান।

ধামইরহাট থানার ওসি আব্দুল মমিন বলেন, ইতিমধ্যে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে।