বগুড়ায় করোনাভাইরাসে একদিনে ৭ মৃত্যু

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত সাতজনের মৃত্যু হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2021, 08:02 AM
Updated : 21 July 2021, 07:04 AM

শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয় বলে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান।

এরা হলেন- কাহালুর ফাতেমা (৫৫), সদরের ইজাজুল (৬৮), লতিফপুর এলাকার আজিজুল (৮২), সদরের আনোয়ার (৬৮), সদরের রাজিয়া (৬০), সারিয়াকান্দির নূর জাহান (৬১) ও সদরের সাহেরা (৪০)।

এছাড়া বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ১২জন মারা গেছেন বলে জানান তুহিন।

তিনি বলেন, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় আরও ৬১৫টি নমুনা পরীক্ষায় ১৯৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার শনাক্তের হার ৩১ দশমিক ৭০ শতাংশ।

জেলায় এ পর্যন্ত মোট ১৭ হাজার ৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪৩৯ জন এবং ৫০৬ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া ২ হাজার ১৩১ জন কোভিড রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তুহিন।