শ্রীমঙ্গলে মেছোবাঘ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আহত অবস্থায় একটি মেছোবাঘ উদ্ধার করা হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2021, 06:23 AM
Updated : 17 July 2021, 06:23 AM

শ্রীমঙ্গল বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে একটি ধানের জমি থেকে মেছোবাঘটিকে উদ্ধার করেন তারা। 

তিনি বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মেছোবাঘটিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বাঘটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব বলেন, “মেছোবাঘটি কোমরে মারাত্মক আঘাত পেয়েছে। হয়তো সড়ক দুর্ঘটনা কিংবা কেউ কোমরে আঘাত দিয়েছে। বাঘটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাঁচায় রাখার পর দেখা গেছে, সে ওঠার চেষ্টা করছে কিন্তু পারছে না।”

বিষয়টি শ্রীমঙ্গলের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে। মেছোবাঘটির উন্নত চিকিৎসার জন্য শ্রীমঙ্গলের পশুসম্পদ হাসপাতালের চিকিৎসকের শরণাপন্ন হবেন বলে জানান সিতেশ।