বগুড়ায় কোভিডে ৫, উপসর্গে ১৪ মৃত্যু

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে পাঁচ জন মারা গেছে; উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৪ জন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2021, 03:38 PM
Updated : 13 July 2021, 03:38 PM

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয় বলে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান।

ডা. তুহিন মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে বলেন, করোনাভাইরাসে জেলায় নতুন করে আরও ১৪৪ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও টিএমএসএস হাসপাতালে ১৪ জন মারা গেছে বলে হাসপাতালগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় এ পর্যন্ত মোট ১৬ হাজার ১৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছে ১৩ হাজার ৮০৭ জন এবং মারা গেছে ৪৮০ জন। এক হাজার ৮৯১ জন চিকিৎসাধীন আছে।