কুষ্টিয়ায় সালিশ করে যুবককে মারধর, আটক ৩

কুষ্টিয়ায় এক যুবককে সালিশ করে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যসহ কয়েকজনের বিরুদ্ধে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2021, 05:17 PM
Updated : 12 July 2021, 05:17 PM

মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গায় এ মারধরের ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ার পর সোমবার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেওয়া হয়েছে বলে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানিয়েছেন।

ঘটনাস্থল থেকে ‘জুতোর মালাসহ আলামত উদ্ধার করা হয়েছে’।

আটকরা হলেন, মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন, স্থানীয় ইউপি সদস্য নওয়াব আলী এবং সিদ্দিক আলী।

নির্যাতনের শিকার সাইফুল ইসলাম (২৭) মালিহাদ ইউনিয়নের আশাননগর এলাকার সেন্টু আলীর ছেলে। পেশায় ইটভাটার শ্রমিক।

প্রত্যক্ষদর্শী স্থানীয় আমিরুল ইসলাম জানান, নেতারা সাইফুলকে জুতোর মালা গলায় পরিয়ে গ্রামের লোকজনের সামনে ঘুরিয়েছে এবং লাঠি দিয়ে অমানবিকভাবে পিটিয়েছে।

স্থানীয়রা বলেন, গ্রামের এক গৃহবধূর সাথে পরকীয়ায় জড়িত থাকার অভিযোগে গত রোববার সকালে আশাননগর মোড়ে এ সালিশ হয়।