কোভিড: ময়মনসিংহে রেকর্ড রোগী শনাক্ত

ময়মনসিংহে গত এক দিনে ২৯২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা জেলায় সর্বোচ্চ।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2021, 06:23 AM
Updated : 11 July 2021, 06:23 AM

২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে তিনজন কোভিড পজিটিভ ছিলেন, বাকি ১১ জনের মধ্যে উপসর্গ ছিল।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৯৩ জনের নমুনা পরীক্ষা করে ২৯২ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়।

“এটা ময়মনসিংহে একদিনে শনাক্তের নতুন রেকর্ড। এর আগে ২১১ জন শনাক্ত হয়েছিল।”

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বলেন জানান, গত এক দিনে হাসপাতালের কোভিড ইউনিটে যারা মারা গেছেন, তাদের মধ্যে  ময়মনসিংহ, নেত্রকোণা ও জালামপুরের একজন করে রোগী কোভিড পজিটিভ ছিলেন।

আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ময়মনসিংহের চারজনের; শেরপুর, জামালপুর ও টাঙ্গাইলে দুইজন করে এবং গাজীপুরের একজনের।

ডা. মুন বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে এখন ৪২৯ জন রোগী চিকিৎসাধীন, তাদের মধ্যে ২২ জন আছেন আইসিইউতে। গত এক দিনে নতুন ভর্তি হয়েছেন ৯৮ জন এবং সুস্থ হয়েছেন ৪৭ জন।