রাজশাহীতে ‘নকল’ কোভিড সনদ ‘বিক্রির চক্র’, গ্রেপ্তার ৩

রাজশাহীতে করোনাভাইরাস পরীক্ষার ‘নকল’ সনদ বিক্রির অভিযোগে তিন জন গ্রেপ্তার হয়েছেন, যাদের ‘জালিয়াত চক্রের’ সদস্য বলছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2021, 05:28 PM
Updated : 8 July 2021, 05:28 PM

বুধবার রাতে নগরীর হেতেমখাঁ কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারকৃতদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভুয়া করোনা পরীক্ষার সার্টিফিকেট বিক্রির অভিযোগে এই তিন জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ‘হোতা’ তারেক আহসান (৪১), তার দুই সহযোগী রফিকুর ইসলাম (৪২) ও তার স্ত্রী শামসুন্নাহার শিখা (৩৮)।

আরেফিন জুয়েল বলেন, তিন হাজার থেকে ১৫ হাজার টাকার বিনিময়ে বিভিন্ন চাকরিজীবী ও বিদেশগামীদের কাছে করোনা পরীক্ষার ‘নকল’ সার্টিফিকেট তৈরি করে বিক্রি করা হয়। সিভিল সার্জন কার্যালয় ঘিরে তারা এই জালিয়াতি চক্র গড়ে তোলে।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, যারা করোনা পরীক্ষার জন্য আসে তাদের মোবাইল ফোন নম্বর নিয়ে নেয় এই জালিয়াত চক্রের সদস্যরা। এর পর তারা যোগাযোগ করে করোনা নেগেটিভ সার্টিফিকেট ব্যবস্থা করে দিতে চায়।

এ পর্যন্ত তারা ৩০টি সার্টিফিকেট বিক্রির কথা স্বীকার করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।