বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে স্টাইল ক্রাফট নামের একটি পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীরা বকেয়া বেতন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2021, 09:55 AM
Updated : 8 July 2021, 10:40 AM

জেলার লক্ষ্মীপুরা এলাকায় গাজীপুর-ঢাকা সড়কে বৃহস্পতিবার বেলা ১০টার দিকে তারা এই বিক্ষোভ দেখান।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক সমীরচন্দ্র সূত্রধর বলেন, সকলে কারখানার শ্রমিক-কর্মচারীরা যথারীতি কাজে যোগ দেন। কিছুক্ষণ পর ছয়-সাতজন বকেয়া বেতনের দাবিতে  বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে আরও অনেকে উত্তেজিত হয়ে তাদের সঙ্গে যোগ দেন এবং গাজীপুর- ঢাকা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান এবং সড়ক অবরোধ করে রাখেন। পরে কারখানার মালিক আসলে সবাই সড়ক থেকে সরে কারখানা চত্বরে যান।

মালিকপক্ষ ১৫ জুলাই বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. সুজাউদ্দিন আহমদ।

তিনি বলেন, “কারখানার ছয়-সাতজন কর্মচারীর কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। ৭ জুলাই পরিশোশের থাকলেও করোনাভাইরাসের কারণে তা সম্ভব হয়নি। পরে ১৫ জুলাই তাদের বকেয়া পরিশোধের আশ্বাস দিলেও তারা তা না মেনে বিক্ষোভ শুরু করেন এবং সড়ক অবরোধ করেন।”