লক্ষ্মীপুরে রোগীদের অক্সিজেন সরবরাহ করছে যুবলীগ

লক্ষ্মীপুরে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের অক্সিজেন সরবরাহের কার্যক্রম শুরু করেছে জেলা যুবলীগ।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2021, 01:26 PM
Updated : 6 July 2021, 01:26 PM

পাশাপাশি কোভিডে  মৃত ব্যক্তির লাশ দাফনেও এগিয়ে এসেছেন তারা।

মঙ্গলবার বিকালে শহরের জেলা যুবলীগের কার্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। 

করোনা আক্রান্ত কোনো ব্যক্তির অক্সিজেনের প্রয়োজনে 01716-652472 এবং 01827-108085 মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করলে বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

এ নম্বরে কল দিলে করোনা আক্রান্ত মৃতের দাফনের ব্যবস্থাও করা হবে বলে জানান জেলা যুবলীগের সভাপতি সালাহ উদ্দিন টিপু।

মৃত ব্যক্তিদের লাশ দাফন ও অক্সিজেন ব্যাংকের জন্য ১০ সদস্যের যুবলীগের একটি টিম কাজ করবে। তাদের কাছে আটটি অক্সিজেন সিলিন্ডার রয়েছে।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুলাহ আল নোমান জানান, এখন ১০ সদস্যের টিম গঠন করা হয়েছে। পরবর্তীতে প্রতিটি উপজেলায় একটি করে টিম কাজ করবে।

এর আগে শনিবার থেকে হতদরিদ্র ছিন্নমূল মানুষের জন্য জেলা যুবলীগের সভাপতি সালাহ উদ্দিন টিপুর ব্যক্তিগত উদ্যোগে দুপুর ও রাতে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান তারা।