টিকা নেওয়ার পর কোভিড আক্রান্ত স্বাস্থ্য কর্মকর্তা

টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার তিন মাস পর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2021, 01:05 PM
Updated : 6 July 2021, 01:05 PM

মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাওন সিকদার টুটু একথা জানান।

ডা. সুশান্ত বৈদ্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন।

অসুস্থতা নিয়ে গত শনিবার (৩জুলাই) তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সোমবার রাতে করোনার রিপোর্ট পজিটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাওন সিকদার টুটু বলেন, করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য নিয়মিতভাবে করোনা আক্রান্তদের সেবা দিয়ে যাচ্ছেন।

“তিনি চলতি বছরের ৭ ফেব্রুয়ারি করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। ৭ এপ্রিল দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের তিন মাস পর স্যার করোনায় আক্রান্ত হলেন।”

ফের সংক্রমণ শনাক্ত হওয়ার পর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

করোনায় মারা গেল আরও এক জন, আক্রান্ত ১৫৩

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এক জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় ৬১ জন মারা গেল।

ডা. সুজাত জানান, একই সময়ে জেলায় ৩০২টি নমুনা পরীক্ষায় ১৫৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে সদরে ৩৮ জন, টুঙ্গিপাড়ায় ১৭ জন, কোটালীপাড়ায় ৩৫ জন, কাশিয়ানীতে ৪৫ জন ও মুকসুদপুরে ১৮ জন।

স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় মোট ৫ হাজার ৫৩৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট সুস্থ হয়েছে ৪ হাজার ৪৩৩ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫১ জন। হোম কোয়ারেন্টিনে রয়েছে ৪৯৪ জন।