কোভিড: রাজশাহী মেডিকেলে নতুন ওয়ার্ড, আরও ৫ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে আরও একটি ওয়ার্ড যুক্ত করা হয়েছে। আর এক দিনে কোভিড ইউনিটে মৃত্যু হয়েছে আরও পাঁচজনের।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2021, 05:47 AM
Updated : 5 July 2021, 05:47 AM

তাছাড়া কোভিডের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১২ জন।

রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টার মধ্যে তারা মারা যান বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান।

তিনি বলেন, তাদের মধ্যে আটজনই রাজশাহীর। তাদের সাতজনের বয়স ৬১ বছরের ওপরে। আর ৩১ থেকে ৪০ বছর বয়সের রয়েছেন ছয়জন। অন্যদের বয়স ৪১ থেকে ৬০ বছরের মধ্যে।

এ নিয়ে চলতি মাসে ২৮ জনের মৃত্যু হল যাদের পজিটিভ ছিল। তাছাড়া উপসর্গ নিয়ে মারা গেছে আরও অর্ধশতাধিক।

শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে ভর্তি হয়েছেন আরও ৬৯ জন। তবে তাদের মধ্যে কতজনের পজিটিভ আছে তা এখনও পরীক্ষা করা হয়নি। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৮ জন। সোমবার সকাল পর্যন্ত ৪০৫ বেডের বিপরীতে চিকিৎসাধীন ছিলেন ৪৯৫ জন। অন্যদের বারান্দায় ও মেঝেতে অতিরিক্ত বেডের ব্যবস্থা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইউসিইউতে চিকিৎসাধীন আছেন ২০ জন।

তিনি বলেন, রোগীর চাপ সামলাতে আরও একটি ওয়ার্ডকে কোভিড ইউনিটে যুক্ত হয়েছে। সোমবার থেকে সেখানে রোগী রাখা যাবে। এ নিয়ে কোভিড ইউনিটের ১৪টি ওয়ার্ডে বেডের সংখ্যা দাঁড়াল ৪৫৫টিতে। 

রাজশাহী জেলায় রোববার শনাক্তের হার ৩৪ দশমিক শূন্য ৯ শতাংশ ছিল বলে তিনি জানান।