বাংলাদেশ থেকে ভারতে উপহার ট্রাকভরতি হাড়িভাঙ্গা আম

বাংলাদেশ থেকে এক ট্রাক হাড়ি ভাঙা আম উপহার পাঠানো হয়েছে ভারতে। 

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2021, 10:31 AM
Updated : 6 July 2021, 02:35 AM

রোববার দুপুরে বেনাপোল বন্দর দিয়ে ২৬০ কার্টনে ২ হাজার ৬০০ কেজি আম পাঠানো হয় বলে বেনাপোল শুল্ক ভবনের উপ-কমিশনার অনুপম চাকমা জানান।  

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের জন্য এই উপহার পাঠানো হয় বলে বন্দর কর্তৃপক্ষ জানায়। 

বেনাপোল বন্দরের সিএন্ডএফ এজেন্ট 'রবি ইন্টারন্যাশনাল' এই আম রপ্তানির কার্যক্রম সম্পন্ন করেছে।

রবি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রবিউল ইসলাম রবি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ সরকারের উপহারের এক ট্রাক হাড়ি ভাঙা আম ভারতে প্রবেশ করেছে। এ আমগুলো ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল শুল্কভবনের উপ-কমিশনার অনুপম চাকমা বলেন, ভারতের কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারকে উপহারের ২ হাজার ৬০০ কেজি আম দেওয়া হয়েছে। সকালে উপহারের আমগুলো বেনাপোল বন্দরে এসে পৌঁছালে দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ করে দুপুরে ভারতে পাঠানো হয়।

বেনাপোল ও পেট্রাপোলের শুন্যরেখায় এই আম হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত কলকাতাস্থ হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) মো. সামিউল কাদের, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল শুল্কভবনের উপ-কমিশনার অনুপম চামকা, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার, পুলিশের নাভারণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান।

আর ভারতের পক্ষে ছিলেন পেট্রাপোল কাস্টমসের জয়েন্ট কমিশনার অনিত জয়েন, কাস্টমসের সুপারিন্টেন্ডেন্ট প্রবীণ ঘটক।

বাংলাদেশের বিজিবি ও ভারতের বিএসএফ সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।