করোনাভাইরাস: বগুড়ায় ৫ মৃত্যু

বগুড়ায় একদিনে করোনাভাইরাসে আক্রান্ত পাঁচজনের মৃত্যু হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2021, 06:14 AM
Updated : 4 July 2021, 06:48 AM

জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, মোহাম্মদ আলী হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ওই পাঁচজন মারা যান।

এরা হলেন- বগুড়া গাবতলী উপজেলার শাহজাহান আলী (৫৫), সারিয়াকান্দি উপজেলার জিল্লুর রহমান (৫০), সদরের ঠনঠনিয়া এলাকার আব্দুল খালেক (৩০), লতিফপুর কলোনি এলাকার আলতাব হোসেন (৭২) ও নওগাঁ জেলার হাশেম আলী (৮০)।

ডা. মোস্তাফিজুর বলেন, ৩ জুলাই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ৯৩ জনের, জিন এক্সপার্ট মেশিনে ২০ নমুনায় ১২ জনের, অ্যান্টিজেন পরীক্ষায় ২৩৬নমুনায় ৪৮ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৬২ নমুনায় ৪১ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৩৭৯ জনে দাঁড়াল। সুস্থ হয়েছে ১২ হাজার ৯২০ জন।

এছাড়া নতুন করে ৫ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা ৪২১ জনে দাঁড়িয়েছে। আর বর্তমানে ১হাজার ৩৮ জন চিকিৎসাধীন রয়েছে বলে জানান ডেপুটি সিভিল সার্জন।