ফেনীতে ‘ছিনতাইকারী দলের সদস্য’ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

ফেনীতে মোবাইল ফোন ‘চুরির’ সময় এক রোহিঙ্গা যুবক ধরা পড়েছেন, যাকে ছিনতাইকারী দলের সদস্য বলছে পুলিশ।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2021, 03:53 PM
Updated : 29 June 2021, 03:53 PM

জেলা শহরের বড় বাজারের খাজা আহমেদ পট্টী থেকে সোমবার রাতে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বলে ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান।

আটক এনামুল হক (২৯) কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের রহমত আলীর ছেলে; তিনি সেখান থেকে পালিয়ে এসেছেন বলে জানান ওসি নিজাম।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, মো. জাফর নামে স্থানীয় এক ব্যবসায়ী সড়কের পাশ থেকে আম কিনছিলেন। ওই সময় রোহিঙ্গা যুবক এনামুল হক তার পকেট থেকে কৌশলে মোবাইল ফোন সেটটি চুরির করার সময় জনতার হাতে ধরা পড়েন।

“এ সময় ছিনতাইকারী দলের অপর সহযোগীরা পালিয়ে যায়; স্থানীয়রা এনামুল হককে পিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।”

পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি নিজাম উদ্দিন আরও জানান, কক্সবাজার ক্যাম্প থেকে পালিয়ে আসা কিছু রোহিঙ্গা যুবক শহরের একটি আবাসিক হোটেলে ভাড়া থেকে ছিনতাই কার্যক্রম চালাচ্ছেন বলে আটক যুবক পুলিশকে জানিয়েছেন। মামলা দায়েরের পর সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।