বগুড়ায় করোনাভাইরাসে চারজনের মৃত্যু

বগুড়ায় একদিনে চারজন চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2021, 11:04 AM
Updated : 28 June 2021, 11:04 AM

সোমবার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুররহমান তুহীন জানান, গত ১৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদের মৃত্যু হয়।

প্রয়াতরা হলেন, বগুড়ার সদরের জাকারিয়া (৪২), রেহানা খাতুন (৭০), কাহালু উপজেলার আব্দুল্লাহ (২৮) এবং অপরজনের পরিচয় জানা যায়নি।

এদের মধ্যে জাকারিয়া টিএমএসএস হাসপাতালে, রেহানা মোহাম্মদ আলী হাসপাতালে এবং অন্য দুজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ চারজনের মৃত্যু পর জেলায় মোট ৩৭৯ জনের মৃত্যু হল।

ডা. মোস্তাফিজুর জানান, ২৭ জুন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২১৯টি নমুনায় ৬২ জনের, জিন এক্সপার্ট মেশিনে ১৩ নমুনায় ৮ জনের, এন্টিজেন পরীক্ষায় ২৩৩ নমুনায় ৩৮ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৯ নমুনায় ১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। 

এ নিয়ে জেলায় আক্রান্ত হলেন মোট ১৩ হাজার ৫৬০ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৯২ জন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬৮৯ জন।