কোভিড: সাতক্ষীরায় উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ৫৪ জনের শরীরে এ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2021, 08:17 AM
Updated : 27 June 2021, 08:17 AM

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটির উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ জন মারা গেছে।

উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩২১ জনের মৃত্যু হল। আর আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৬ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১৬৫ জনের নমুনা পরীক্ষা শেষে ৫৪ জনের শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হয়েছে। যার শনাক্তের হার ৩৩ শতাংশ।

এ নিয়ে জেলায় শনিবার পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৬২ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৩৪ জন।

জেলায় বর্তমানে ৮৬২ জন করোনাভাইরাস পজেটিভ রোগী  চিকিৎসাধীন রয়েছন।

এর মধ্যে ২৭ জন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও ১৭ জন বেসরকারি বিভিন্ন হাসপাতালে এবং বাকিরা হোম আইসোলেশনে চিকিৎসাধীন বলে সিভিল সার্জন জানান।