কোভিড: শেরপুরে আরও দুই মৃত্যু, ৬৫ জন শনাক্ত

সীমান্তবর্তী জেলা শেরপুরে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক দিনে আরও দুইজনের মৃত্যু হয়েছে, সংক্রমণ ধরা পড়েছে আরও ৬৫ জনের মধ্যে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2021, 03:41 AM
Updated : 27 June 2021, 03:41 AM

শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই নারী, বাসা শেরপুর পৌরসভার গৌরিপুর মহল্লায়।

তাদের মধ্যে ৮০ বছরের বৃদ্ধা লাইলি বেগমকে শনিবার ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। আর ৫৯ বছর বয়সী মাহমুদা বেগম বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন বলে ডা. মোবারক জানান।

এ নিয়ে শেরপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে মোট ২২ জনের মৃত্যু হল।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে রোববার সকালে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শেরপুরের ২৩৫ জনের নমুনা পরীক্ষায় আরও ৬৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।  শনাক্তের হার ২৭.৬৫ শতাংশ।

তাদের মধ্যে ৪৯ জন শেরপুর সদর উপজেলার, ৩ জন শ্রীবরদী উপজেলার, ৭ জন নালিতাবাড়ী উপজেলার, ১ জন নকলা উপজেলার এবং ৫ জন ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা।

জেলায় এ পর্যন্ত ধরা পড়েছে ১ হাজার ৩২৫ জন কোভিড রোগী । তাদের মধ্যে ৮৩৪ জন সুস্থ হয়েছেন বলে সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে।

সিভিল সার্জন একেএম আনোয়ারুর রউফ জানান, শেরপুর জেনারেল হাসপাতালের কোভিড ওয়ার্ডে ও আইসোলেশন ওয়ার্ডে মোট ৫৭ জন রোগী ভর্তি আছেন এখন।