নেত্রকোণায় খুঁটির তারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নেত্রকোণায় ছাদে রড তোলার সময় নির্মাণাধীন ভবনের সামনের খুঁটি তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2021, 11:24 AM
Updated : 26 June 2021, 11:24 AM

শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে পৌর শহরের বাগিচাপাড়া এলাকায় এ মৃত্যু ঘটে বলে জানায় পুলিশ।

নিহত মো. মাহাবুব (৩৫) জেলার মোহনগঞ্জ উপজেলার আব্দুল লতিফের ছেলে। তিনি দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নে আগাড় গ্রামে স্ত্রী সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে থেকে রাজমিস্ত্রির কাজ করতেন। 

এ ঘটনায় অপর আহত নির্মাণ শ্রমিকের নাম আবু হানিফ।

আবু হানিফ জানান, বাগিচাপাড়া এলাকার সাইদুল ইসলামের বাড়িতে দোতলার নির্মাণ কাজ করছিলেন তারা। এ সময় নিচ থেকে অন্য শ্রমিকেরা ছাদ রশিতে বেঁধে লোহার রড উপরে তুলছিলেন। তখন বাড়ির দোতালার সামনে থাকা বিদ্যুতের খুঁটির তারে রড লেগে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে আহত হন তারা।

অন্য শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহাবুবকে মৃত ঘোষণা করেন। 

দুর্গাপুর থানার ওসি শাহনুর এ আলম জানান, মৃতের পরিবারের লোকজনের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ হাসপাতালে রাখা আছে।