মৌলভীবাজারে ‘সর্বহারা পাটি পরিচয়ে চাঁদা দাবি’

‘পূর্ববাংলা সর্বহারা পাটির নেতা পরিচয়ে’ মৌলভীবাজারে দুটি রাবার বাগানের ম্যানেজারের কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2021, 11:26 AM
Updated : 23 June 2021, 11:26 AM

এই দুটি ঘটনায় বুধবার শ্রীমঙ্গল থানা ও কুলাউড়া থানায় দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

শ্রীমঙ্গল থানায় সাধারণ সাধারণ ডায়েরি করেছেন শ্রীমঙ্গল সাতগাঁও রাবার বাগানের ব্যবস্থাপক মফিজুর রহমান।

মফিজুর রহমান বলেন, গত মঙ্গলবার বেলা ১১টা ১৭ মিনিটে ০১৭০৫৩৭৫৬৪  মোবাইল নম্বর থেকে তার মোবাইল ফোনে ‘পূর্ববাংলা সর্বহারা পার্টির নেতা’ পরিচয় দিয়ে চাঁদা দিতে বলে। অন্যথায় তার প্রাণনাশের হুমকি দেয়।

তিনি জানান, বিষটি তার ঊর্ধ্বতন মহলকে তা অবহিত করে সার্বিক নিরাপত্তার জন্য শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরি করেছেন।

কুলাউড়া উপজেলার ভাটেরা রাবার বাগানের ম্যানেজার হুমায়ুন কবিরের অভিযোগ, মঙ্গলবার বেলা ১১টা ১৩ মিনিটে ০১৭০৫৩৭৫৬৪ নম্বর থেকে পূর্ববাংলা সর্বহারা পাটির সভাপতি ফোন দিয়ে চাঁদা দাবি করেছে এক ব্যক্তি। 

এই ঘটনায় তিনি কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান। 

জিডির বরাতে শ্রীমঙ্গল থানার ওসি নয়ন কারকুন বলেন, চাঁদার চিঠিতে বাগানের ব্যবস্থাপকের কাছে ৪০/৫০ হাজার টাকা দাবি করে। তিনি দিতে রাজি না হলে তাকে খুন করার হুমকি দেয় ওই ব্যক্তি।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।