নওগাঁয় করোনাভাইরাসে তিনজনের মৃত্যু, ‘তবে কমছে হার’

নওগাঁ জেলায় কোভিড-১৯ আক্রান্ত আরও তিনজনের মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2021, 02:28 PM
Updated : 21 June 2021, 02:28 PM

সোমবার নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনজুর এ মোর্শেদ জানান, বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আগের রাতে মারা যান। এ নিয়ে জেলায় এ রোগে ৬৪ জনের মৃত্যু হল।

জেলায় সর্বশেষ করোনাভাইরাস আক্রান্তের হার ২২ শতাংশ উল্লেখ করে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ২৪১ জনের করোনা নমুনা পরীক্ষায় ৫৪ জন শনাক্ত হয়েছেন।

তিনি বলেন, “রোববারের তুলনায় সোমবার জেলায় আক্রান্তের হার কিছুটা কমেছে। তবে সংক্রমণ ক্রমশ গ্রামে-গ্রামে ছড়িয়ে পড়ছে।

গত রোববার ২২৪ জনের করোনা নমুনা পরীক্ষায় ৭৯ জন শনাক্ত হয়। সেদিন আক্রান্তের হার ছিল ৩৫ শতাংশ।

জেলায় কোভিড আক্রান্ত রোগীর মোট সংখ্যা ৩ হাজার ৬১৬ জন। এদের মধ্যে ২ হাজার ৪২৩ জন সুস্থ হয়েছেন বলেন ডা. মুনজুর।

নওগাঁয় সংক্রমণ নিয়ন্ত্রণে চলামান বিধিনিষেধ ১৬ জুন থেকে আরও সাতদিন বাড়িয়ে আগামী ২৩ জুন রাত ১২টা পর্যন্ত করা হয়েছে।