মাদারীপুরে প্রাথমিক শিক্ষকদের বকেয়া ভাতার দাবিতে মানববন্ধন

মাদারীপুরে ডিপ্লোমা-ইন-প্রাইমারি এডুকেশন (ডিপিএড) এর বকেয়া প্রশিক্ষণ ভাতা প্রদানের দাবিতে মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2021, 10:55 AM
Updated : 18 June 2021, 11:44 AM

বৃহস্পতিবার বেলা ১২টায় শহরের চরমুগরিয়া এলাকায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সামনে মানববন্ধন করেন প্রশিক্ষণার্থীরা।

মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, ডিপিএড প্রশিক্ষণার্থীরা ২০২০ সালে ১ জানুয়ারি থেকে সেই বছরের ১৬ মার্চ পর্যন্ত পিটিআইতে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশ নেন।

পরে মহামারীর কারণে সে বছরের ২১ এপ্রিল থেকে অনলাইনে ঘরে বসে ডিপিএড অনুশীলন কার্যক্রমে অংশ নেন ৪৫৬ জন।

অনলাইন ক্লাসের জন্য ল্যাপটপ, মোবাইলফোন, বেশি খরচের ইন্টারনেট সংযোগ গ্রহণসহ বিভিন্ন সরঞ্জাম কিনতে অর্থ ব্যয় করতে হয়। তাছাড়া প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় টার্মে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত পরীক্ষা দিতে হয়েছে। বর্তমানে এ প্রশিক্ষণের চতুর্থ টার্ম চলছে।

শিক্ষকরা আরও বলেন, প্রশিক্ষণের ২০২০ সালের প্রথম ছয় মাসের ভাতা পেলেও পরবর্তী ১২ মাসের ভাতার টাকা তারা পাননি।

দ্রুত ভাতার অর্থ প্রদানের জন্য কর্তৃপক্ষের পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

শিক্ষক নেতা আমিনুল ইসলামের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর রহমান বাচ্চু, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ মাদারীপুর সদর উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক আল মাসুদ আলম সুমন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ মাদারীপুর সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রুবেল হাওলাদার, শিক্ষক গোলাম মাওলা, দেবাশীস রায়সহ অন্যরা।

মানববন্ধন শেষে শিক্ষকরা মাদারীপুর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট আতোয়ার রহমান বিশ্বাসের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।