চাঁদপুরে অজগরসহ আট বন্যপ্রাণী উদ্ধার

চাঁদপুর দুটি অজগর সাপসহ আটটি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (ডাব্লিউসিসিইউ)।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2021, 07:02 PM
Updated : 15 June 2021, 07:05 PM

সদর উপজেলার দুটি মিনি পার্ক থেকে এই বন্যপ্রাণীগুলো উদ্ধার করা হয়। এগুলো অবৈধভাবে প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল।

মঙ্গলবার ডাব্লিউসিসিইউ এর পরিদর্শক অসিম মল্লিক ও আব্দুল্লাহ আস সাদিক এর নেতৃত্বে একটি টিম সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ফাইভ স্টার শিশু পার্ক এবং শাহমাহমুদপুর ইউনিয়নের কৃতিকুঞ্জ তিয়া পার্ক অভিযান চালায়। এ সময় চাঁদপুর জেলা বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শক অসিম মল্লিাক জানান, গত ৩ এপ্রিল ফাইভ স্টার শিশু পার্কে অভিযান চালাই। এ সময় ১টি অজগর ও ৩টি বানর জব্দ করা হয়।

“সে সময় লকডাউন চলার কারণে আমরা প্রাণীগুলো পরিবহন করতে পারিনি। তাই তাদের জিম্মায় রেখে দিই। তবে এই ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণে কোনো ধরণের লাইসেন্স না থাকায় পার্কের মালিক মো. লিটনকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।”

তিনি বলেন, তখন অভিযানের খবর পেয়ে কৃতিকুঞ্জ তিয়া পার্কের মালিক মো. মিজান তাদের কাছেও বন্যপ্রাণী থাকার কথা আমাদের জানান এবং আমাদের কাছে তা হস্তান্তর করার কথা বলেন। তারা বন্যপ্রাণী সংরক্ষণ আইন সম্পর্কে অবহিত ছিলেন না বলেও জানিয়েছিলেন।

“আজকে (মঙ্গলবার) আমাদের টিম দুটি পার্কে থাকা ৮টি বন্যপ্রাণী জব্দ করি। এগুলোর মধ্যে ফাইভ স্টার পার্ক থেকে ১টি অজগর, ৩টি বানর এবং কৃতিকুঞ্জ তিয়া পার্ক থেকে ১টি অজগর, ১টি শকুন ও ২টি বানর উদ্ধার করা হয়। অজগর দুটির ওজন প্রায় ২শ’ কেজি হবে।

জব্দ করা এসব প্রাণী গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে সংরক্ষণ করা হবে বলে জানান তিনি।