কোভিড: দিনাজপুরে পাঁচজনের মৃত্যুতে বসছে জরুরি সভা

দিনাজপুরে দুইদিনে করোনাভাইরাস আক্রান্ত পাঁচজনের মৃত্যুর পর জরুরি সভা ডেকেছে প্রশাসন।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2021, 12:48 PM
Updated : 13 June 2021, 12:48 PM

ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির অবনতির কারণে রোববার সন্ধ্যায় জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি জরুরি সভা আহ্বান করার কথা জানিয়েছেন এ কমিটির সদস্য সচিব সিভিল র্স্জান ডা. আব্দুল কুদ্দুছ জানিয়েছেন।

গত দুইদিনের মৃতদের মধ্যে সদরের ৩ জন এবং বিরামপুর উপজেলার ২ জন রয়েছেন।

এ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়েছে ৪৫ জন। এর মধ্যে সদরে আক্রান্ত ২৭ জন বলেন তিনি।

সিভিল র্স্জান ডা. আব্দুল কুদ্দুছ জানান, করোনায় এ পর্যন্ত ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি মাসে ১৪ জনের মৃত্যু হয়েছে। জেলায় বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮৩ জন। হাসপাতালে ভর্তি রয়েছে ৭৮ জন।

“বর্তমানে শনাক্তের হার ৩২ দশমিক ১৪ শতাংশ।” 

মহামারীর শুরু থেকে এ পর্যন্ত জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২৭১ জন। এর মধ্যে সদরে আক্রান্ত ৩ হাজার ৫৭৬ জন।