বাগেরহাটে দৈনিক শনাক্তের হার বেড়ে ৫০%

বাগেরহাটে গত এক দিনে ১১০ জনের নমুনা পরীক্ষায় করে ৫৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2021, 06:43 AM
Updated : 13 June 2021, 06:43 AM

জেলার সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, জেলায় গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার দাড়িয়েছে ৫০ শতাংশ; যা আগের দিনের ৩০ শতাংশ ছিল।  

বাগেরহাট জেলায় এ পর্যন্ত সব মিলিয়ে ২ হাজার ১০৭ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।  

তাদের মধ্যে ৫৭ জনের মৃত্যু হয়েছে, এক হাজার ৫৪৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

জেলায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায় গত ২৪ ঘণ্টায় ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ৫৫ দশমিক ৯৬ শতাংশ।

হুমায়ুন কবির বলেন, “বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এর মধ্যে মোংলায় দৈনিক শনাক্তের হার ৪০ থেকে ৭০ শতাংশের মধ্যে ওঠানামা করছে। এটা উদ্বেগজনক।“

এছাড়া মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলাতেও ঝুঁকি বাড়ছে বলে জানান সিভিল সার্জন।