মোংলায় দৈনিক শনাক্তের হার কমেছে

বাগেরহাটের মোংলা উপজেলায় দৈনিক করোনাভাইরাসের রোগী শনাক্তের হার কমেছে। জেলায় গত ২৪ ঘণ্টায় ৫৫ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2021, 07:26 AM
Updated : 11 June 2021, 08:09 AM

সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, জেলায় সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলায় গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত) ৫১ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের পজিটিভ এসেছে।

তাতে মোংলায় শনাক্ত রোগীর হার দাঁড়াচ্ছে ৫০ শতাংশ, যােআগের দিনের তুলনায় প্রায় ১৮ শতাংশ পয়েন্ট কম।

এছাড়া বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় ১২৮টি নমুনা পরীক্ষা করে নতুন আরও ৫৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। অর্থাৎ, শনাক্ত রোগীর হার ৪২ দশমিক ৯৬ শতাংশ।

হুমায়ুন বলেন, “মোংলা উপজেলায় প্রতিদিন সংক্রমণের হার ওঠানামা করছে। স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণের এই হার আরও বাড়ার আশঙ্কা রয়েছে।”

এদিকে বাগেরহাটে গত দুই সপ্তাহ ধরে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকহারে বাড়লেও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা নেই।

সরেজমমিনে দেখা গেছে, জনসমাগমের কেন্দ্রস্থল হাট বাজারগুলোতে আসা ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। তারা মুখে মাস্ক পরছেন না; মানছেন না শারীরিক দূরত্ব।

বেশি ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায় প্রশাসনের আরোপ করা ‘কঠোর বিধিনিষেধ’ও ঢিলেঢালাভাবে চলছে। মোংলা পৌরসভা এলাকায় দোকানপাট বন্ধ থাকলেও সাধারণ মানুষ নানা অজুহাতে বাইরে ঘোরাফেরা করছে।

আগামী ১৬ জুন পর্যন্ত এই বিধিনিষিধ চলবে।