বরগুনায় প্রতিবন্ধী কৃষককে কুপিয়ে হত্যা

বরগুনায় শারীরিক প্রতিবন্ধী এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2021, 04:00 PM
Updated : 5 June 2021, 04:00 PM

শনিবার দুপুরে বরগুনার আমতলী সদর ইউনিয়নের কড়ইবুনিয়া গ্রামের এক পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শাহজাহান কবিরাজ (৫৫) এ গ্রামের আমতলী সদর ইউনিয়নের কড়ইবুনিয়া গ্রামের মফেজ উদ্দিন কবিরাজের ছেলে।

আমতলী থানার ওসি শাহ আলম হাওলাদার জানান, খুনের সাথে জড়িত থাকার সন্দেহে নিহতের চার সৎ ভাই মজিদ কবিরাজ, স্বপন কবিরাজ, আলানুর কবিরাজ ও আলামিন কবিরাজকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

“জমি নিয়ে বিরোধে শাহজাহান কবিরাজ খুন হতে পারে। তদন্তের পর খুনের আসল রহস্য জানা যাবে।”

আমতলী থানার পরিদর্শক (তদন্ত) সুকুমার সরকার জানান, শাহজাহান কবিরাজের মাথার পেছনে ৩টি এবং ঘাড়ে ১টি ধারোলো অস্ত্রের কোপ রয়েছে। লাশ কিছুটা গলে যাওয়ায় ধারণা করা হচ্ছে, গত বৃহস্পতিবার রাতে তাকে হত্যা করে লাশ পানিতে ফেলে রাখে খুনিরা। 

নিহতের ছেলে মাঈনুদ্দিন কবিরাজ বলেন, আমার বাবা শারীরিক প্রতিবন্ধী ছিল। তার সাথে আমার চার সৎ চাচা মজিদ কবিরাজ, স্বপন কবিরাজ, আলানুর কবিরাজ ও আলামিন কবিরাজের ৩ বছর ধরে আদালতে মামলা চলছে। ধারনা করা হচ্ছে তারাই আমার বাবাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে রেখেছে।

এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলেও জানান তিনি।