সুনামগঞ্জে ফুটবল খেলার সংঘর্ষে যুবক নিহত, আহত ২৪

ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২৪ জন আহত হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2021, 04:01 PM
Updated : 4 June 2021, 04:01 PM

শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চিকারকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল আউয়াল খান (৩২) একই এলাকার বাসিন্দা।

আহতদের সুনামগঞ্জ সদর ও ছাতকের কৈতক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের নাম জানা যায়নি।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদীর হোসেন জানান, দুইদিন আগে চিকারকান্দি ইলেভেন ব্রাদার্স ও চিকারকান্দি বাজার ক্লাবের মধ্যে ফুটবল খেলা হয়। খেলা নিয়ে উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এই ঘটনায় দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

“এর জের ধরে শুক্রবার সন্ধ্যা ৭টায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তারা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ২৫ জন আহত হন।”

হাসপাতালে নেওয়ার পর আউয়াল খান মারা যান বলে ওসি জানান।

সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে।

পুলিশ এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে বলেও তিনি জানান।