জামালপুরে স্ত্রীকে ‘পিটিয়ে হত্যা’: আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে স্বামী।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2021, 01:00 PM
Updated : 2 June 2021, 01:00 PM

বুধবার বেলা ১১টায় শ্যামপুরের কাজাইকাটা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত তানিয়া আক্তার (২৮) মেলান্দহ উপজেলার নয়ানগর গ্রামের হাসান মাহমুদের মেয়ে।

গ্রেপ্তার আবু তাহের (৩৫) নিহতের স্বামী এবং শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মেলান্দহ থানার ওসি ময়নুল ইসলাম জানান, আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়েছে।

সুরতহাল রির্পোট সম্পন্ন করে ময়না তদন্তের জন্য মৃতদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত তানিয়ার ছোট ভাই সোহাগ মিয়া সাংবাদিকদের জানান, ১২ বছর আগে আবু তাহের সাথে তানিয়া আক্তারের বিয়ে হয়।

বুধবার বেলা ১১টায় পারিবারিক কলহের এক পর্যায়ে আবু তাহের তার স্ত্রী তানিয়াকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরতর আহত করেন। নির্যাতনের এক পর্যায়ে তানিয়া বাড়িতেই মারা যান বলেন তিনি।

তিনি বলেন, এলাকার লোকজন, স্বজন ও শশুর বাড়ির লোকজনকে না জানিয়ে বিকাল ৩টায় দাফন কাফনের প্রস্তুতি নেয়। গোসল করানোর সময় শরীরেও আঘাতে চিহ্ন দেখে হই চই শুরু হয়। এরপর স্ত্রীকে নির্যাতন করে হত্যার খবর জানাজানি হয়।

খবর পেয়ে মেলান্দহ থানা থেকে পুলিশ এসে তানিয়ার লাশ উদ্ধার করে এবং আবু তাহেরকে গ্রেপ্তার করেছে বলে জানান তিনি।

এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।