নেত্রকোণায় হাতকড়া নিয়ে পালানো আসামি ফের গ্রেপ্তার

নেত্রকোণার মদন থানা থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওযা গরু চুরি মামলার এক আসামিকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2021, 07:34 AM
Updated : 1 June 2021, 07:55 AM

মদন থানার ওসি ফেরদৌস আলম জানান, সোমবার বেলা দেড়টার দিকে পালানোর পর রাত সোয়া ১১টার দিকে তাকে ফের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত পলাশ মিয়া (১৮) জেলার কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামের মিলন মিয়ার ছেলে।

ওসি ফেরদৌস বলেন, পালানোর পর তাকে গ্রেপ্তারে পুলিশ সর্বাত্মক অভিযানে নামে। গোপন খবর পেয়ে কেন্দুয়া উপজেলার সাউদপাড়া এলাকা থেকে তাকে হাতকড়াসহ গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।

ওসি বলেন, রোববার বিকালে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের  খাগুরিয়া থেকে চুরি হওয়া  একটি গরুসহ পলাশকে আটক করে স্থানীয়রা থানায় দেয়। এ ঘটনায় থানায়  মামলা হয় পলাশের বিরুদ্ধে। এই মামলায় সোমবার দুপুরে নেত্রকোণায় আদালতে সোপর্দ করতে তাকে নিয়ে থানা থেকে বের হয় তিন পুলিশ সদস্য। অটোরিকশায় করে যাওয়ার সময় মদন বাজারে পৌঁছালে  বৃষ্টি শুরু হয়। এই সুযোগে  হাতকড়া পড়া অবস্থায় দৌড়ে পালিয়ে যান পলাশ।