বসুরহাটে কাদের মির্জার লাঠি মিছিল

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা অনুসারীদের নিয়ে লাঠি মিছিল করেছেন, যেখানে প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে নানা শ্লোগান দেওয়া হয়।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2021, 02:30 PM
Updated : 30 May 2021, 02:30 PM

রোববার সকালে মিছিলটি বসুরহাট পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে সংক্ষিপ্ত পথসভায় শেষ হয়।

সভায় কাদের মির্জা তার বক্তব্যে নোয়াখালীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর থানার ওসিসহ কয়েকজন সরকারি কর্মকর্তা এবং নিজ দলের প্রতিপক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে শ্লোগান দেন।

তিনি কোম্পানীগঞ্জ থেকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কয়েকজন কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানান।

২৪ ঘণ্টার মধ্যে এই কর্মকর্তাদের প্রত্যাহার না করলে লাগাতার অবস্থান কর্মসূচির হুমকি দেন কাদের মির্জা।

কাদের মির্জা বলেন, “গতকাল (শনিবার) বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে প্রশাসনের সামনে বহিরাগত সশস্ত্র সন্ত্রাসীদের দ্বারা আমার নেতাকর্মীদের উপর গুলিবর্ষণ করা হয়। এতে আমার ১৫ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়। আমার দুই জন নেতাকর্মী ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে।”

কাদের মির্জার বক্তব্য প্রসঙ্গে পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, “আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করি মাত্র। এর বাইরে কারো ব্যক্তিগত রাগ-ক্ষোভ নিয়ে আমাদের বলার কিছুই নেই।”