পদ্মায় ট্রলারডুবিতে মুক্তিযোদ্ধা নিহত, নিখোঁজ ৪

শরীয়তপুর থেকে মুন্সীগঞ্জগামী একটি ট্রলার পদ্মা নদীতে ঝড়ে ডুবে যাওয়ার পর একজনের লাশ পাওয়া গেছে; নিখোঁজ রয়েছেন আরও চার জন। 

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2021, 03:34 PM
Updated : 27 May 2021, 03:34 PM

বৃহস্পতিবার বিকালে শিমুলিয়া ঘাটের কাছে ট্রলারটি ডুবে যায় বলে জাজিরা থানার ওসি মো. আজহারুল ইসলাম জানিয়েছেন।

নিহত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আকন্দ শরীয়তপুরের জাজিরা উপজেলার ছনখোলা গ্রামের বাসিন্দা।

জাজিরার মাঝিরঘাটের ইজারাদার মোকলেস মাদবর জানান, জাজিরার কৌলান মোল্লাকান্দি ঘাট থেকে ১৬ জন যাত্রী নিয়ে শিমুলিয়ার উদ্দেশে ট্রলারটি ছেড়ে যায়। শিমুলিয়া ঘাটের কাছে পদ্মা নদীতে ট্রলারটি ডুবে গেছে।

ওসি আজহারুল ইসলাম জানান, স্থানীয়রা ট্রলার ও স্পিডবোট নিয়ে একজন মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করেছে। এখনও নিখোঁজ আছে চার জন। নিখোঁজদের সন্ধানে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও প্রশাসনের লোকজন উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।      

ওসি আরও জানান, ট্রলারের বাকি ১১ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ট্রলারের চালক ও সহকারী পালিয়ে গেছে।