ঘূর্ণিঝড় ‘ইয়াস’: ভোলায় ৩ লাখ উপকূলবাসীকে সরানোর প্রস্তুতি

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর ক্ষতি মোকাবেলায় ভোলায় তিন লাখের বেশি উপকূলবাসীকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2021, 04:07 PM
Updated : 23 May 2021, 04:22 PM

রোববার বিকালে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী আরও জানান, ‘ইয়াস’ মোকাবেলায় ১৩ হাজার সেচ্ছাসেবক মাঠে থাকবে।

জেলায় ৭০৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সেখানে পাঁচ লাখ ৩৬ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে।

ঝুঁকিপূর্ণ ৪০টি স্পট নির্ধারণ করে সেখানকার ৩ লাখ ১৮ হাজার মানুষকে সরানোর প্রস্তুতি নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

জেলা প্রশাসক জানান, দুর্যোগ মোকাবেলায় জেলায় ৭৬টি মেডিকেল টিম কাজ করবে। স্যালাইন, ঔষুধসহ অন্যান্য ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে। মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে।

জেলা সদর এবং সব উপজেলায় একটি করে কন্ট্রোল রুম থেকে ঝড়ের সব তথ্য পাওয়া যাবে।

তবে হুঁশিয়ার করে তিনি বলেন, দুর্যোগকে কেন্দ্র করে কেউ যদি গুজব ছড়ায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপের রূপ নিয়েছে। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতেও বলেছে।