মেহেরপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেপ্তার

মেহেরপুরের গাংনী উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2021, 10:58 AM
Updated : 22 May 2021, 10:58 AM

গাংনী থানার এসআই সুমন জানান, শনিবার ভোরে গাংনী পৌরশহরের বাঁশবাড়িয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আল আমিন হোসেন বিজনেস বাংলাদেশ নামে একটি পত্রিকার মেহেরপুর প্রতিনিধি। বাঁশবাড়িয়া গ্রামের আব্বাস আলীর ছেলে তিনি।

এসআই সুমন বলেন, ২০২০ সালের ১১ মে দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় “গাংনীর সাবেক এমপি মকবুলের কাণ্ড, ২৬ বছর দখলে রেখেছেন পরের বাড়ি” শিরোনামে সংবাদ প্রকাশ করেন আল আমিন। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হয়।

আল আমিন অভিযোগ করেছেন, তিনি এই মামলায় আদালত থেকে জামিনে ছিলেন। করোনাভাইরাসের কারণে আদালতে হাজিরা দিতে পারেননি।

“লকডাউন শেষ হলে আমি আদালতে গিয়ে ফের জামিন নিতাম। কিন্তু পুলিশ আমাকে টেনেহিঁচড়ে পুলিশ ভ্যানে তুলতে গিয়ে আহত করে। আমি মুখে ও চোখে আঘাত পেয়েছি।”

তবে টানাহেঁচড়ার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন বলেন, “গ্রেপ্তারকালে তিনি পালাতে গিয়ে আহত হয়েছেন।”

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় আদালতের পরোয়ানা থাকায় আল আমিন হোসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন এসআই সুমন।