শরীয়তপুরে `পল্লী বিদ্যুতের লাইনের’ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

শরীয়তপুরের ডামুড্যায় নির্মাণধীন ভবনের পাশ দিয়ে যাওয়া `পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের’ বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2021, 11:52 AM
Updated : 20 May 2021, 11:52 AM

বৃহস্পতিবার দুপুরে ডামুড্যা পৌর শহরের মধ্যবাজারে এক ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন আকন (৩২) ডামুড্যা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম কুলকুড়ি গ্রামের জব্বার আকনের ছেলে।

ডামুড্যা থানার ওসি জাফর আলী বিশ্বাস জানান, ডামুড্যা পৌর শহরের মধ্যবাজারে সাব রেজিস্টার অফিস সংলগ্ন এক হোমিও চিকিৎসকের ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় নির্মাণ কাজ করছিলেন রাজমিস্ত্রী বিল্লাল হোসেন।

এ সময় ভবনের পাশে থাকা পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ‘প্রায় ৩০ সেকেন্ড ঝুলে থেকে মাটিতে পড়ে যান’ বিল্লাল।

স্থানীয়রা বিল্লালকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।