মাদারীপুরের পদ্মায় দুই নৌযানের সংঘর্ষ, মৃতের সংখ্যা বেড়ে ২৬

মাদারীপুরের শিবচরে পদ্মায় বালুবাহী নৌযান ও যাত্রীবাহী স্পিডবোটের মধ্যে সংঘর্ষের ঘটনায় নদী থেকে আরও ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2021, 05:09 AM
Updated : 3 May 2021, 11:07 AM

মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন জানান, সোমবার সকালের এ ঘটনা এখন পর্যন্ত মোট ২৬ জনের লাশ পাওয়া গেছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মৃতদের মধ্যে পাঁচজনের পরিচয় নিশ্চিত হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সকাল ৭টার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে আসছিল স্পিডবোট। পথে বালুবাহী বাল্কহেড বলগেটের সাথে সংঘর্ষ হয়।

এর আগে এঘটনায় ১৮ জনের লাশ উদ্ধার করার কথা জানান শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিন বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নৌ পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

স্পিডবোডটিতে অন্তত ৩০ জন আরোহী ছিল বলে শিমুলিয়া ঘাটের প্রত্যক্ষদর্শীরা জানান।