কোভিড-১৯: বাগেরহাটে ১২০ পরিবারে খাদ্য সহায়তা

করোনাভাইরাসের সংক্রমণে লকডাউনে বাগেরহাটের খ্রিস্টান সম্প্রদায়ের ১২০টি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2021, 12:54 PM
Updated : 29 April 2021, 12:54 PM

বৃহষ্পতিবার বিকালে শহরতলীর মারিয়া পল্লিতে বসবাসরত এসব দরিদ্র পরিবারের সদস্যদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক।

প্রত্যেক পরিবারকে ১৫ কেজি করে চাল দেওয়া হয়েছে।

গত ২২ এপ্রিল জেলার নিন্ম আয়ের কর্মহীন মানুষদের খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করেছে বাগেরহাটের জেলা প্রশাসন।

জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক বলেন, লকডাউনের দ্বিতীয় ঢেউয়ে বাগেরহাটের কর্মহীন হয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি অসহায় অবস্থায় থাকা নিন্ম আয়ের মানুষদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

“আমরা ইতিমধ্যে যৌনকর্মী, ডোম, ঋষি, নরসুন্দর ও হিজড়া সম্প্রদায়ের জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা দিয়েছি।”

জেলা প্রশাসনের খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, “আজ আমরা খ্রিস্টান সম্প্রদায়ের ১২০টি পরিবারকে খাদ্য সহায়তা দিলাম। করোনার লকডাউনে জেলার প্রায় পাঁচ হাজার নিম্ন আয়ের মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা জেলা প্রশাসনের রয়েছে।”

এই সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।