নওগাঁয় কৃষকের ধান কেটে দিল যুবলীগ

নওগাঁয় হতদরিদ্র ও বর্গা চাষিদের ধান কেটে দিয়েছে জেলা যুবলীগের নেতাকর্মীরা।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2021, 11:22 AM
Updated : 29 April 2021, 11:22 AM

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়ের নেতৃত্বে দল গঠন করে ধান কেটে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ২০ সদস্যের একটি দল সদর উপজেলার পার-নওগাঁর টিএ্যান্ডটি পাড়া গ্রামের হারুন মোল্লা নামে এক কৃষকের দুই বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

কৃষক হারুন মোল্লা বলেন, “আমি গরিব মানুষ; অন্যের জমিতে বর্গা চাষ করেছি। ধান পেকে গেছে। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে ধান কাটা শ্রমিক পাচ্ছিলাম না। যুবলীগের নেতাকর্মীরা আমার ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছে।

“তারা আমার ধান কেটে না দিলে আমি বড়ধরনের লোকশানে পড়তাম। তাদের কাছে আমি কৃতজ্ঞ।”

এ বিষয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার বলেন, “শ্রমিক সংকট দেখা দেওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। তাই জেলার গরিব ও অসহায় কৃষকদের ধান কাটার কাজে সহযোগিতা করতে জেলা যুবলীগ জেলার ৯৯টি ইউনিয়নে টিম গঠন করেছে। যেখানেই শ্রমিক সংকট, সেখানেই যুবলীগ নেতা-কর্মীরা উপস্থিত হয়ে কৃষকের ধান কেটে দেবে।”