বরগুনায় `কলাগাছ লাগানোর বিবাদে' চাচা খুন

বরগুনায় কলাগাছ লাগানো নিয়ে বাকবিতণ্ডার সময় হামলায় আহত চাচা মারা গেছেন।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2021, 05:52 PM
Updated : 24 April 2021, 05:52 PM

এ ঘটনায় নিহতের ভাই এবং ভাইয়ের ছেলেকে শনিবার রাত ৮টার দিকে আটক করেছে পুলিশ।

নিহত মো. সুলতান আহমেদ (৬০) বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুলিশাখালী গ্রামের আদম আলীর ছেলে।

বরগুনা সদর থানার ওসি তারিকুল ইসলাম বলেন, বৃদ্ধ সুলতান আহমেদকে পিটিয়ে হত্যার অভিযোগে তার ছোটভাই সোহরাফ হোসেন ও তার ছেলে রিয়াজকে আটক করা হয়েছে। এ ঘটনায় সোহরাফ হোসেনের অপর ছেলে মিরাজ পলাতক রয়েছে।

প্রতীকী ছবি

এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন জানিয়ে ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের রোববার আদালতে হাজির করা হবে।

গত শুক্রবারসকালে সুলতান আহমেদকে শাবল দিয়ে পিটিয়ে আহত করা হয়। শনিবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীরা জানান, শুক্রবার সকালে বাড়ির পাশের জমিতে কলা গাছ লাগাতে যান সুলতান আহমেদ। ওই জমির মালিকানা দাবি করে তাতে কলা গাছ লাগাতে বাধা দেন তার ছোট ভাই সোহরাফ হোসেনের ছেলে মিরাজ (২৫)।

মিরাজের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে সোহরাবকে শাবল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন মিরাজ বলে অভিযোগ করা হচ্ছে।

সোহরাবকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখান থেকেও তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসকরা বলছেন তারা।