টাঙ্গাইলে মসজিদ নির্মাণের দ্বন্দ্বে হামলায় শিক্ষক নিহত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মসজিদ নির্মাণের দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় এক কিন্ডারগার্টেন শিক্ষক নিহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2021, 04:55 PM
Updated : 21 April 2021, 04:55 PM

কালিহাতী থানার ওসি মো. সওগাতুল আলম জানান, কদিম খশিল্লা গ্রামে গত রোববার হামলায় এই যুবক আহত হন; ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান।

নিহত মিজানুর রহমান বাবুল (৪২) কদিম খশিল্লা গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি বেহালাবাড়ি কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন।

এই ঘটনায় নিহতের চাচা জিয়া বাদী হয়ে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ফালু শেখের ছেলে কোরবান, নুরু, মোংলা, আলম, কোরবান আলীর ছেলে ফজলুকে আসামিকে আসামি করা হয়েছে।

ওসি সাওগাতুল আলম মামলার বরাত দিয়ে বলেন, মিজানুর রহমান বাবুলের দাদি কদিম খশিল্লা গ্রামে মসজিদ নির্মাণের জন্য জমি দান করেন। ওই জমিতে মাটি ভরাট শেষে মসজিদ নির্মাণ শুরু করেন।

“মসজিদ নির্মাণ শেষ হলে কোরবান আলী মসজিদের ভিতর জায়গা পাবেন বলে দাবি করেন।”

ওসি বলেন, এর জেরে গত রোববার [১৬ এপ্রিল] কথা কাটাকাটির এক পর্যায়ে আসামিরা ইটপাটকেল ছুড়তে থাকেন। এক পর্যায়ে তাদের একজন মিজানুর রহমান বাবুলের মাথায় সাবল দিয়ে আঘাত করে। লাবু ও জাহিদ এগিয়ে এলে তাদেরও পিটিয়ে আহত করে তারা।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপালে ভর্তি করা হয়। পরে বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মঙ্গলবার রাতে তিনি মারা যান।

ওসি জানান, এই ঘটনায় কালিহাতী থানায় একটি মামলা হয়েছে। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছেন।