নোয়াখালীতে কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

করোনাভাইরাস মহামারীর বিস্তার নিয়ন্ত্রণে চলমান লাকডাউনে নোয়াখালীতে কর্মহীন হয়ে পড়া গণপরিবহন চালক-শ্রমিকদের উপহার সামগ্রী দিয়েছে সরকার।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2021, 07:37 AM
Updated : 21 April 2021, 07:37 AM

বুধবার সকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে গণপরিবহনের দুইশ চালক-শ্রমিকদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

জেলা প্রশাসক বলেন,  প্রত্যেককে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন ও ২ লিটার তেল দেওয়া হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার হিসেবে জেলা প্রশাসন কর্তৃক লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসচ্ছল পরিবারগুলোর মাঝে পর্যায়ক্রমে এ সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবু ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজিমুল হায়দার উপস্থিত ছিলেন।