আঘাত এসেছে আমরা প্রতিঘাত করবই: হানিফ
নারায়ণগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Apr 2021 06:51 PM BdST Updated: 07 Apr 2021 06:51 PM BdST
হেফাজতে ইসলামের তাণ্ডবের ক্ষত দেখতে গিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ পাল্টা আঘাত হানার আওয়াজ দিয়েছেন।
সোনারগাঁওয়ে এক রিসোর্টে নারীসহ হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক অবরুদ্ধ হওয়ার পর নারায়ণগঞ্জে তার অনুসারীদের তাণ্ডবের ক্ষয়ক্ষতি পরিদর্শনের সময় বুধবার দুপুরে এ হুঙ্কার দেন তিনি।
হানিফ বলেন, “যারা ধর্মের নামে অরাজকতা করে তাদের হাত থেকে ধর্মকে রক্ষা করতে হবে।
“যারা হামলার শিকার হয়েছেন, তারা মামলা করুন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। আঘাত এসেছে আমরা প্রতিঘাত করবই।”
হেফাজত ইসলামের তাণ্ডব প্রসঙ্গে তিনি আরও বলেন, ধর্মের নামে হেফাজত অধর্মের কাজ করছে, রির্সোটে নারী নিয়ে ধরা পড়েছে হেফাজতের নেতা। তাকে রির্সোট থেকে ছাড়িয়ে নিয়ে হেফাজতের নেতাকর্মীরা যেভাবে আওয়ামী লীগ অফিস, আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাংচুর করেছে, আমি আওয়ামী লীগের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই।

আওয়ামী লীগ নেতা হানিফ সোনারগাঁও মোগড়াপাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ অফিস পরিদর্শন করেন। এরপর হামলায় ক্ষতিগ্রস্ত মার্কেট ও যুবলীগ নেতা রফিকুল ইসলাম নান্নুর বাড়িতে যান।
এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, দপ্তর সম্পাদক দিলীপ বড়ুয়া, ঢাকা বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম, স্থানীয় সাংসদ শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, সাবেক সাংসদ কায়সার হাসনাতসহ স্থানীয় নেতাকর্মীরা।
-
বাংলাদেশও যাতে টিকা পায়, ‘কাজ করছে’ ভারত: দোরাইস্বামী
-
নওয়াপাড়া নৌবন্দরের ‘কার্যক্রম ব্যাহত নাব্য সংকটে’
-
করোনাভাইরাস: সিলেটে আরও ৪ মৃত্যু
-
সাতক্ষীরায় আমবাগানে গৃহবধূর লাশ
-
শরণখোলায় হরিণের মাংসসহ দুজন আটক
-
যশোর হকার্স মার্কেটে অগ্নিকাণ্ড
-
নূরের বিরুদ্ধে এবার কক্সবাজারে ছাত্রলীগ নেতার মামলা
-
‘ঝড়োত ঘর ভাংগি পরি গেইছে, ভালো করিম তারও টাকা নাই’
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
- বেনজেমার জোড়া গোলে শীর্ষে রিয়াল
- স্বাস্থ্যের নরম সুর, চাইল পুলিশের সহায়তা
- তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে স্বপ্নময় দিন
- টি-টোয়েন্টির চূড়া থেকে এক ধাপ দূরে বাবর
- শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
- লকডাউন: করোনাভাইরাসের মৃত্যুময় সপ্তাহে কমেছে শনাক্তের হার