নির্মাণের ৭ বছরেও চালু হয়নি গোড়পাড়া হাসপাতাল

যশোরের শার্শা উপজেলায় 'গোড়পাড়া মা ও শিশু স্বাস্থ্য হাসপাতাল' নির্মাণের সাত বছরেও চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2021, 04:46 AM
Updated : 23 March 2021, 04:46 AM

উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া গ্রামে ১০ শয্যার হাসপাতালটি ২০১৪ সালে নির্মাণ করে সরকার। কিন্তু জনবল না থাকায় এখনও চালু করা যায়নি বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন।

গোড়পাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ডায়মন্ড মোড়ল বলেন, “শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এখান থেকে ১৩ কিলোমিটার দূরে। তাই এ এলাকার মানুষের দাবিতে সরকার হাসপাতালটি নির্মাণ করে। কিন্তু হাসপাতাল থাকলেও আমরা সেবা পাচ্ছি না। আমরা চাই হাসপাতালটি দ্রুত চালু হোক।”

নিজামপুর গ্রামের ৫০ বছর বয়সী জায়েদা বেগম বলেন, “আশায় আমরা বুক বেন্দেলাম। মনে করেলাম গরিবরা এবার একটু সেবা পাব। সাত বছর ধরে শুনতিছি, ডাক্তার এসতেছে। হাসপাতাল হল। ডাক্তার এলো না। আমরা হতাশ হয়ে যাচ্ছি।”

জনবল না থাকায় হাসপাতালটি চালু করা যায়নি বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন শেখ আবু শাহীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হাসপাতালটি নির্মাণের পর স্বাস্থ্য বিভাগের মাধ্যমে পরিবার পরিকল্পনা বিভাগকে বুঝিয়ে দিয়েছে। কিন্তু জনবল সংকটের কারণে তারা কার্যক্রম চালু করতে পারেনি।”