বাগেরহাটে ট্রাকসহ ভেঙেছে সেতু, যোগাযোগ বন্ধ

বাগেরহাটে বালু ভরতি ট্রাকসহ একটি বেইলি সেতু ভেঙে যাওয়ায় পুরাতন বাগেরহাট-মোল্লাহাট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2021, 10:08 AM
Updated : 22 March 2021, 10:08 AM

সোমবার ভোরে মোল্লাহাট উপজেলার ঘোষগাঁতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে; তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবির বলেন, গোপালগঞ্জ থেকে বালুভরতি একটি ট্রাক মোল্লাহাটের বড়ঘাট এলাকায় যাচ্ছিল। ঘোষগাঁতি বেইলি সেতুর উপর উঠলে সেতুটি ভেঙে যায় এবং ট্রকটি সেতুর উপর একপাশে কাত হয়ে পড়ে।

“ট্রাকটির চালক ও তার সহকারী অক্ষত রয়েছেন। ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।”

ওসি জানান, পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধারের উদ্যোগ নেওয়া হচ্ছে। সেতুটি মেরামতের জন্য বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে।

বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদউদ্দিন বলেন, ধারণ ক্ষমতার অতিরিক্ত বালু পরিবহন করার কারণে পুরানো এই বেইলি সেতুটি ভেঙে গেছে। খবর জানার পর বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের একটি দল সেখানে পরিদর্শন করেছে। সেতুটি মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।