ব্রাহ্মণবাড়িয়ায় চার দুর্ঘটনায় তিন শিশু ও এক ট্রলি চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2021, 04:29 PM
Updated : 6 March 2021, 04:29 PM

শনিবার দিনের দ্বিতীয়ভাগে নবীনগর উপজেলায় তিন শিশু এবং সরাইল উপাজেলায় এক ট্রলি চালক নিহত হন বলে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম এবং সরাইল থানার ওসি নাজমুল হোসেন জানিয়েছেন।

নিহতরা হলেন, নবীনগর উপজেলার পরশামনি (৪), ইয়ামিন (৮), আদিব (৬) এবং সরাইল উপজেলার ট্রলি চালক ইমরান মিয়া (২৪)। এ ঘটনায় আরও এক শিশু আহত হয়ে হাসপাতালে চিকিৎধীন রয়েছে।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম জানান, শনিবার দুপুর থেকে বিকালের মধ্যে নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর, বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙা এবং কাইতলা ইউনিয়নের ব্রাহ্মণহাতা নারুই উত্তরপাড়ায় এসব দুর্ঘটনা ঘটে।

উপজেলার কাইতলা ইউনিয়নের ব্রাহ্মণহাতা নারুই উত্তরপাড়ায় রাস্তা উন্নয়নের কাজে ব্যবহৃত ট্রাকের নিচে পিষ্ট হয়ে আদিব (৬) মারা যায়৷  সে ওই এলাকার শাহ্ আলমের ছেলে এবং স্থানীয় মেম্বার জজ মিয়ার নাতি।

উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙা গ্রামে দানু মোল্লার বাড়ির সামনে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় শিশু শিক্ষার্থী ইয়ামিন (৮) নিহত হয়। ইয়ামিন উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙা গ্রামের ওলিউল্লাহ মিয়ার ছেলে।

উপজেলার শেষ সীমানায় নাটঘর ইউনিয়নের নবীনগর-রসুলপুর সড়কে রাস্তা পারাপারের সময় অটো রিকশার ধাক্কায় চার বছরের পরশামনিন মৃত্যু হয়। সে নাটঘর ইউনিয়ন রসুলপুর গ্রামের আলামিন মিয়ার মেয়ে।

নূরে আলম বলেন, প্রথমে আমরা দুইজনের মৃত্যুর খবর জানতে পারি। পরে রসুলপুরে আরও এক শিশুর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর আসে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

এছাড়া, সরাইল থানার ওসি নাজমুল হোসেন জানান, দুপুর ১টায় সরাইল উপজেলার কালীগচ্ছের বড্ডাপাড়ায় বালুবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি চালক ইমরানকে চাপা দিলে গুরুতর আহত হন। তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যু হয়। তিনি উপজেলার সরাইল গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

ইমরান নিহতের কথা জানিয়ে সদর হাসপাতালের চিকিৎসক সোলাইমান মিয়া বলেন, এ দুর্ঘটনায় আরও এক শিশু আহত হয়েছে। শিশুটিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের লাশ উদ্ধার করে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।