কুষ্টিয়ায় বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে বিক্ষোভ

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন একদল শিক্ষার্থী।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2021, 11:14 AM
Updated : 23 Feb 2021, 11:14 AM

তাছাড়া ক্যাম্পাসের ডায়ানা চত্বরে মঙ্গলবার বেলা সড়ে ১১টার দিকে তারা সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় খোলার জন্য সময় বেঁধে দিয়েছেন।

তারা বলেন, আগামী ১ মার্চের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সব কার্যক্রম চালু ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে। ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

দাবি না মানা হলে তারা অনশনে যাওয়ার ঘোষণা দেন।

কয়েক দিন ধরে কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে আন্দোলন করে আসছেন।

উপাচার্য শেখ আবদুস সালাম বলেন, “শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তবে সরকারি নির্দেশের বাইরে গিয়ে আমাদের কিছু করার নেই।”

সোমবার শিক্ষামন্ত্রী দিপু মণি ঘোষণা দিয়েছেন, আগামী ১৭ মে সব বিশ্ববিদ্যালয়ের হল ও ২৪ মে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু হবে। তার আগে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। শুধু অনলাইন ক্লাস চালু থাকবে।