কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহানের নিহতের ঘটনায় মামলা
নোয়াখালী প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Feb 2021 03:31 PM BdST Updated: 23 Feb 2021 07:26 PM BdST
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পৌর মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের সঙ্গে আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক বুরহান উদ্দিন মুজ্জাকিরের নিহতের ঘটনায় তার বাবা থানায় মামলা করেছেন।
Related Stories
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, মঙ্গলবার বেলা ১১টায় বুরহানের বাবা চর ফকিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নেয়াব আলী মাস্টার বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আসামিদের নামে এ মামলা দায়ের করেন।
গত শুক্রবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশির হাট পূর্ব বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় পেশাগত দায়িত্বপালনকালে গুলিবিদ্ধ হন দৈনিক বাংলাদেশ সমাচার ও অনলাইন পোর্টাল বার্তা বাজারের স্থানীয় প্রতিনিধি বুরহান উদ্দিন মুজ্জাকির।
পরদিন রাত পৌনে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মামলার পর আসামিদের গ্রেপ্তার ও মামলার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান ওসি।

জেলা শহর মাইজদী নোয়াখালীর বিভিন্ন স্থানে আজও সাংবাদিক মুজ্জাকির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন-সমাবেশ হয়েছে।
বেলা সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, রিপোর্টাস্ ক্লাব ও তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি নামে সাংবাদিকদের তিনটি সংগঠনের উদ্যোগে মানববন্ধন-সমাবেশ করা হয়।
একই দাবিতে বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিরাপদ ‘নোয়াখালী চাই’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
-
রংপুরে ‘অনুমোদনহীন’ মেডিকেল কলেজ, শিক্ষার্থীরা বিপাকে
-
গোপালগঞ্জে রুহুল কবির রিজভীর বিরুদ্ধে সমন
-
চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী রুটে বাস বন্ধ
-
ঝিনাইদহে ঘর থেকে মাদ্রাসা শিক্ষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
-
ঝিনাইদহে ভটভটি উল্টে তরুণ নিহত
-
পাটুরিয়ায় ফেরি থেকে ট্রাক নদীতে, চালক নিহত
-
পঞ্চম ধাপে পৌর নির্বাচন: অধিকাংশ মেয়র আ. লীগের
-
গাজীপুরে কয়েকটি বস্তিতে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- টেস্টে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে রোহিত
- নিউ জিল্যান্ডে যেমন কাটছে মিরাজদের সময়
- সুইস ব্যাংকে কার কত টাকা, জানতে চায় হাই কোর্ট
- মিয়ানমারে বিক্ষোভ দমাতে গুলি, নিহত অন্তত ১৮
- জাতীয় দলের জন্য ‘প্রস্তুত নন’ নারাইন
- অব্যাহতি চেয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব খোকন