চুয়াডাঙ্গায় তিন ইটভাটাকে জরিমানা

ইটের সঠিক মাপ না থাকা এবং মূল্য তালিকা না থাকার অভিযোগে চুয়াডাঙ্গার তিনটি ইটভাটাকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2021, 12:41 PM
Updated : 16 Feb 2021, 12:41 PM

মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহা. সজল আহম্মেদের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়েছে।

জীবননগরের মেসার্স নিউ ব্রিকসকে ৪০ হাজার টাকা, মেসার্স সরকার ব্রিকসকে ৪০ হাজার টাকা এবং মেসার্স পিয়াস ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেন সজল আহম্মেদ।

“প্রস্তুত করা ইটের সঠিক মাপ না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে এ জরিমানা করা হয়েছে।”

দণ্ডিত ইটভাটার মালিকরা জরিমানার টাকা পরিশোধ করেছেন।