মৌলভীবাজারে ৫ ঘণ্টা পর ট্রেন চালু

মৌলভীবাজারে লাইনচ্যুত তেলের ট্রেন পাঁচ ঘণ্টায় চেষ্টায় উদ্ধার শেষে সিলেটের সঙ্গে আবার সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2021, 04:18 PM
Updated : 13 Feb 2021, 04:18 PM

শ্রীমঙ্গল রেলস্টেশনের সহকারী মাস্টার শাখাওয়াত হোসেন জানান, কুলাউড়া থেকে আসা উদ্ধারকারী ট্রেন সন্ধ্যা ৭টার দিকে লাইনচ্যুত তেলের ট্রেনটি উদ্ধার করে। তার পরপরই সিলেটের সঙ্গে আবার সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়।

শনিবার বেলা ২টার দিকে জেলার কুলাউড়া উপজেলার ভাটেরার হোসেনপুরে তেলের ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

কুলাউড়া রেলস্টেশন মাস্টার  মুহিব উদ্দিন আহমদ বলেন, বেলা আড়াইটার দিকে কুলাউড়া  থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রেন পাহারা দেয় বলে জানান কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়।