কালকিনি পৌরসভা নির্বাচন স্থগিত

মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচন স্থাগিত করেছে নির্বাচন কমিশন।

মাদারীপুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2021, 06:02 AM
Updated : 12 Feb 2021, 06:19 AM

বৃহস্পতিবার রাতে মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও কালকিনি পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন থেকে এই নির্বাচন স্থগিত রাখার আদেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্বাচন স্থগিত থাকবে।

তবে নির্বাচন কমিশন থেকে ইস্যু করা চিঠিতে নির্বাচন স্থগিতের কোন কারণ উল্লেখ করা হয়নি বলে জানান মনিরুজ্জামান।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি কালকিনি পৌর নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজকে নির্বাচনী প্রচারণার সময় পুলিশ তুলে নিয়ে ঢাকায় ওবায়দুল কাদেরের কাছে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।

তখন তাকে অপহরণ করা হয়েছে আশঙ্কা করে তার সমর্থকরা গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করেন। তারা কালকিনি থানা ঘেরাও করেন; টায়ার জ্বালিয়ে শ্লোগান দেন। এই সময় কালকিনি-ভুরঘাটা ও কালকিনি-মাদারীপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভ চলাকালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বহু আহত হয়। ভাংচুর করা হয় বেশকিছু দোকানপাট। পরে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।