নড়াইলে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

নড়াইলে মাদক কারবারে যুক্ত থাকার দায়ে দুইজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2021, 08:55 AM
Updated : 10 Feb 2021, 08:55 AM

বুধবার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ কারাদণ্ডাদেশ দেন বলে নড়াইল জেলা জজ আদালতের পিপি ইমদাদুল ইসলাম জানিয়েছেন।

আসামিরা উপস্থিতিতে এ রায়ে একই সাথে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, যশোরের বাঘারপাড়া উপজেলার নিত্যানন্দপুর গ্রামের শের আলী মোল্যার ছেলে রফিকুল ইসলাম (৩২) এবং একই উপজেলার বাররা গ্রামের কিসমত সরদারের ছেলে আবু সাঈদ সরদার (২০)।

মামলার বিবরণ থেকে ইমদাদুল ইসলাম জানান, ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর থানার কামকুল এলাকা থেকে রফিকুল ইসলামের কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল এবং আবু সাঈদের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

তাদের বিরুদ্ধে ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি  সদর থানায় মামলা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খায়রুল ইসলাম তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

আটজনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় ঘোষণা করেন বলেন তিনি।